Major recruitment notice coming to the teacher crisis is coming

প্রায় দেড় হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি 
Appointment of approximately one and a half thousand assistant teachers


শিক্ষক সংকট নিরসনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি আসছে
প্রায় দেড় হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি 

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনে প্রায় দেড় হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসছে। এছাড়া ৪২৩ জন সহকারী প্রধান শিক্ষক-শিক্ষিকাকে পদোন্নতি দেয়া হবে। পদোন্নতিপ্রাপ্তদের মধ্য থেকে একটি অংশকে সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা পদে পদায়ন করা হবে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। কয়েকদিনের মধ্যে এ সংক্রান্ত পৃথক দুটি ফাইল যাচ্ছে সরকারি কর্মকমিশনে (পিএসসি)। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।দেশে বর্তমানে ৩৪৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে বাংলা-ইংরেজিসহ মোট ১২টি বিষয়ের শিক্ষকের এক হাজার ৩৭৮টি পদ খালি রয়েছে। এছাড়া ৪২৩ জন সহকারী শিক্ষককে পদোন্নতি দেয়া হলে তাদের শূন্য পদও আসন্ন বিজ্ঞপ্তির মাধ্যমে পূরণ করা হবে। সেই হিসাবে ১৮০০ এর বেশি সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে।
এ প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. আবদুল মান্নান বলেন, সরকারি হাইস্কুলগুলোতে বর্তমানে দুই হাজার ২৬৩টি পদ খালি রয়েছে। এর মধ্যে ৩৫ ও ৩৬তম বিসিএসে ৯৬০টি পদ পূরণের উদ্যোগ নেয়া হয়েছে। ওইসব পদ পূরণ হলেও আরও এক হাজার ৩৭৮টি পদ শূন্য থাকছে। শিক্ষামন্ত্রী শিগগিরই শিক্ষক সংকট নিরসন করতে চান। এজন্য বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে শূন্যপদ পূরণে তিনি নির্দেশ দিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয় ও মাউশি সূত্র জানায়, বিসিএস থেকে ক্যাডারে সুপারিশবঞ্চিত কিন্তু উত্তীর্ণদের মধ্য থেকে সরকারি হাইস্কুলে নিয়োগের উদ্যোগ ছিল। কিন্তু চাহিদার তুলনায় এক্ষেত্রে সরবরাহ খুবই কম। বিসিএসে লিখিত পরীক্ষায় পাস নম্বর ৫০। সংশ্লিষ্ট বিষয়ে এ পরিমাণ নম্বর পাওয়া প্রার্থী পাওয়া যাচ্ছে না। ৩৬তম বিসিএসে বাংলায় ৯৪ জনের চাহিদা দেয়া হলেও পাওয়া গেছে মাত্র চারজন। আবার অনেকে সুপারিশ পেয়েও যোগদান করছেন না। ৩৪তম বিসিএসে যে কয়জনকে সুপারিশ করেছিল পিএসসি, তাদের মধ্যে অর্ধেক যোগদান করেছেন। সরকার যে গতিতে শূন্য পদ পূরণ করতে চায় নানা কারণে সেই গতিতে তা পূরণ করা সম্ভব হচ্ছে না। এ কারণে বিশেষ বিজ্ঞপ্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সম্প্রতি এক বৈঠকে বিশেষ বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়। এরপর মন্ত্রণালয় থেকে পিএসসির নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ করা হয়। জবাবে পিএসসি ইতিবাচক সায় দিয়েছে। এরপর মন্ত্রণালয় থেকে মাউশিতে শূন্যপদ পূরণে প্রস্তাব চাওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে ১০ এপ্রিল একটি প্রস্তাবনা পাঠানো হয়। প্রস্তাবনায় ১২টি বিষয়ে এক হাজার ৩৭৮টি শিক্ষকের পদ শূন্য থাকার কথা উল্লেখ করা হয়। বিষয়গুলো হল- বাংলা, ইংরেজি, গণিত, সামাজিক বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, ভূগোল, চারু ও কারুকলা, শারীরিক শিক্ষা, ইসলাম ধর্ম ও কৃষি শিক্ষা। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি পদ খালি আছে বাংলা, ইংরেজি ও গণিতে যথাক্রমে ৩৬৩, ৩৬৩ ও ২৭২টি। জানা গেছে, শিক্ষক শূন্যতার কারণে স্কুলগুলোর বেহাল দশা।
সবচেয়ে বেশি সংকট ঢাকার বাইরের স্কুলে। যেমন রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দুই শিফটে মোট শিক্ষক থাকার কথা ৫০ জন। কিন্তু আছেন মাত্র ২৭ জন। পটুয়াখালী সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের ১১টি সহকারী শিক্ষকের পদ শূন্য। ঢাকায়ও অনেক স্কুলে পদ খালি আছে। তেজগাঁও এলাকার একটি স্কুলে ৫০টি পদের মধ্যে ৬টি খালি আছে। শিক্ষক সংকটে স্কুলগুলোতে জোড়াতালি পাঠদান চালিয়ে নেয়া হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন উপসচিব জানান, মামলা ও উদ্যোগের অভাবে আট বছর ধরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদোন্নতি হচ্ছে না। এবার ৪২৩ জনকে সহকারী প্রধান শিক্ষক পদে পদোন্নতির উদ্যোগ নেয়া হয়েছে।
মাউশির একটি সূত্র জানায়, সহকারী শিক্ষক থেকে সহকারী প্রধান শিক্ষক পদে পদোন্নতির জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি পদ সৃষ্টি করেছে। কিন্তু মামলা, গ্রেডেশন সমস্যা, বিএড শিক্ষাগত যোগ্যতার জটিলতাসহ বিভিন্ন কারণে পদোন্নতি দেয়া হচ্ছে না। এ ব্যাপারেও উদ্যোগ নেয়া হবে বলে জানা গেছে।
সূত্র:--- যুগান্তর

সংগৃহিত- 1 news bd 


https://mmcollegejessore.blogspot.com
শিক্ষক সংকট নিরসনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি আসছে
There is a notification of recruitment of around 1.5 thousand assistant teachers in government secondary schools Apart from this, 423 assistant head-teachers will be promoted. A part of the promoted candidates will be posted as assistant district education officer. The Ministry of Education has made the necessary preparations for this purpose. Within two days, two separate files related to this would be going on in the Public Service Commission (PSC). According to the sources, there are 343 government secondary schools in the country. In these schools, there are 1,378 posts of teachers in 12 subjects including Bengali and English. Apart from this, 423 assistant teachers will be promoted through their upcoming vacancies. As a result, more than 1800 assistant teachers are being recruited. In this context, Director of Secondary and Higher Education (Maushi) Professor (Secondary) Prof Dr. Abdul Mannan said that 2,363 posts are now vacant in government high schools. In the 35 and 36th BCS, steps have been taken to fill 960 posts. In those terms, there are still a total of 378 posts. Education Minister wants to solve the crisis soon. For this, he ordered to fill the vacant post through special notice.

Ministry of Education and Mausi sources said, the cadre was unskilled at the BCS and the initiative was taken to appoint government high school students. But the supply is less than the demand compared to the demand. Passed score 50 in written examination in BCS Candidates are not available for this number of related issues. In the 36th BCS, there were 94 people demanded in Bengal but only four found. Many others are not joining the recommendation. In the 34th BCS, some of whom were recommended by the PSC, half of them joined. It is not possible to fulfill the speed at which the government wants to fill the vacant position. That's why special notice has been decided.

An education ministry official said, in a recent meeting, the decision to appoint a teacher in special circular was decided. Then the PSC policy makers were contacted from the ministry. Responding to the PSC positively agreed. Then the ministry was asked to fulfill the vacant posts in Mausi. In view of this, a proposal was sent on April 10. The proposal specifies that vacancies of 1,378 teachers in 12 subjects have been vacant. The subjects are Bengali, English, Mathematics, Social Science, Physical Sciences, Biology, Business Education, Geography, Arts and Crafts, Physical Education, Islam, Religion and Agriculture. Most of these posts are in Bengali, English and mathematics respectively 363, 363 and 272 respectively. It is learned that due to the vacuum of the teachers, the school's violent state.

Most of the crisis is outside of Dhaka. For example, in Rajbari Government Girls' High School, there will be a total of 50 teachers in two shifts. But there are only 27 people. The posts of 11 Assistant Teachers of Patuakhali Government Jubilee High School are vacant. There are many vacancies in schools in Dhaka. There are only 6 out of 50 posts in a Tejgaon area school. Prenatal education is being continued in schools in the crisis.

A Deputy Secretary of the Ministry of Education said, due to lack of cases and initiatives, the assistant teachers of government secondary schools have not been promoted for eight years. Now, 423 people have been given promotional posts for the post of Assistant Head Teacher.

A source in Mausi said that the ministry of education recently created posts for promotion from Assistant Teacher to Assistant Head Teacher. But the case is not promoted due to various problems due to the problem of gradation problem, BAD educational qualifications. It will be known about the initiative. Source: Jugantar

SHARE THIS

Author:

Previous Post
Next Post