Appointment notice for officer cadet batch (male) -1 in Bangladesh Navy in 2019

Join Bangladesh Navy 2019

Desired Education
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান বিভাগ)/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৪.০০ প্রাপ্ত হতে হবে। অথবা
ইংরেজি মাধ্যমের প্রার্থীগণের জন্য ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে A গ্রেড ও ২টিতে B গ্রেড থাকতে হবে এবং ‘এ’ লেভেলের জন্য ন্যূনতম ২টি বিষয়ে B গ্রেড পেয়ে উত্তীর্ণ (উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিতসহ)।
বিস্তারিত 
বেতন ও ভাতা : সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগন বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। পরবর্তীতে মিডশিপম্যান হিসেবে পদোন্নতির পর উচ্চতর স্কেলে বেতন প্রাপ্ত হবেন।
বিদেশে প্রশিক্ষন, উচ্চতর প্রশিক্ষনের সুবিধা, জাতিসংঘ মিশন, বাসস্থান ও চিকিৎসার সুযোগ সুবিধা রয়েছে।
বয়স: ০১ জানুয়ারি ২০১৯ তারিখে ১৬ ১/২ বছর হতে ২১ বছর ।
অাবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ: ২৭ মে ২০১৮
বিস্তারিত ভিতরে দেখুন।
Apply Instructions:
বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুনঃ-www.joinnavy.navy.mil.bd 
অনলাইনে আবেদনের নিয়ম: আবেদনকারী প্রার্থীকে www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।



SHARE THIS

Author:

Previous Post
Next Post