ABL RESULT 37 tomo bcs model test 2016 ABL RESULT 2:01:00 AM 0 Comment বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি? উঃ সুপ্রীম কোর্ট। সুপ্রীম কোর্টর ডিভিশন কটি ও কি কি? উঃ ২ টি। হাইকোর্ট ডিভিশন ও এ্যাপিলেট ডিভিশন। আপিল বিভাগের বর্তমানে বিচারকের সংখ্যা কত জন? উঃ ৮ জন। সুপ্রীম কোর্টের বিচারপতির কার্যকালের মেয়াদ কত? উঃ তাদের বয়স ৬৭ বৎসর পূর্ন হওয়া পর্যন্তু। সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য কারা? উঃ প্রধান বিচারপতি ও পরবর্তী দুজন সিনিয়র বিচারপতি। বিচারপতিদের নিয়োগ করেন কে? উঃ রাষ্ট্রপতি। দেশে প্রথম মহিলা বিচারপতির নাম কি? উঃ নাজমুন আরা সুলতানা। দেশে প্রথম মহিলা বিচারপতির (আপিল বিভাগ) নাম কি? উঃ নাজমুন আরা সুলতানা। বাংলাদেশে প্রথম অন্ধ পাবলিক প্রসিকিউটর (পিপি) কে? উঃ এডভোকেট খাদেমুল ইসলাম। দেশের প্রথম মহিলা পিপি-র নাম কি? উঃ শামীম আরা স্বপ্না| হাই কোর্টে ফতোয়া কবে বেআইনি বলে রায় দেয়? উঃ ১ জানুয়ারী, ২০০১। সুপ্রীম কোর্টে ফতোয়াকে কবে অবৈধ বলে ঘোষনা দেয়? উঃ ৪ মার্চ, ২০০১। নির্বাহী বিভাগ থেকে কবে বিচার বিভাগ স্বাধীন পথ চলা শুরু হয়? উঃ ১ নভেম্বর, ২০০৭। বিচার বিভাগ স্বাধীন করতে কে মামলা করেন? উঃ মাজদার হোসেনসহ ৪৪০ বিচারক। মাজদার হোসেন কখন মামলাটি করেন? উঃ ১৯ নভেম্বর, ১৯৯৫। মাজদার হোসেন মামলার বাদি পক্ষের প্রধান আইনজীবি কে ছিলেন? উঃ ব্যারিস্টার আমীর-উল-ইসলাম। কবে হাইকোর্ট মাজদার হোসেনের পক্ষে রায় প্রদান করেন? উঃ ০৭ মে, ১৯৯৭। কবে আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখে ১২ দফা নির্দেশনা প্রদান করেন? উঃ ১৯৯৯। বিচার বিভাগ স্বাধীন করতে বিভিন্ন সরকার কতবার সময় নেয়? উঃ ২৭ বার। স্বাধীন বিচার বিভাগ করতে কতটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পদ সষ্টি করা হয়? উঃ ৬৫৫ জন (৬০০টি জুডিশিয়াল ও ৫৫টি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। কতজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়ে স্বাধীন বিচার বিভাগ চালু হয়? উঃ ২১৮ জন সহকারী জজ। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের কিভাবে নিয়োগ প্রদান করা হয়? উঃ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে। জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য সংখ্যা কত জন? উঃ ১১ জন। জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের সদস্য সংখ্যা কত জন? উঃ ৯ জন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের বিচারিক ক্ষমতা কতটি ক্ষেত্রে সুনির্দিষ্ট আছে? উঃ ২৫টি ক্ষেত্রে। ব্রিটিশ আমলে সর্ব প্রথম কবে থেকে ফৌজদারী আদালত স্থাপন করা হয়? উঃ ১৭৭২ সালে। ব্রিটিশ আমলে কে কখন নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ সম্পূর্ন স্বাধীন করে দেন? উঃ লর্ড কর্নওয়ালিশ, ১৭৯৩। ব্রিটিশ আমলে কে কখন আবার নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ একীভূত করেন? উঃ লর্ড হেস্টিংস, ১৮২১। ব্রিটিশ আমলে কখন দেওয়ানী কাজ ফৌজদারী কাজ থেকে আলাদা করা হয়? উঃ ১৮৩১ সালে। মূল সংবিধানের কত অনুছেদে বিচার বিভাগ আলাদা করার কথা বলা হয়? উঃ ২২ অনুছেদে। সুপ্রিমকোর্টের প্রথম রেজিস্ট্রার জেনারেল কে? http://mmcollegejessore.blogspot.com/ SHARE THIS