wellcome to Bangladesh Open University
Bangladesh Open University published ba/bss exam result 2014
বিএ/বিএসএসের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ৪৬ হাজার ৫৯৫ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৩৪ হাজার ৯৭৪ জন। উত্তীর্ণ পুরুষ শিক্ষার্থী ১৭ হাজার ৮৪৫। পাসের হার ৭৩ দশমিক ১৫%। নারী শিক্ষার্থী ১৭ হাজার ১২৯। পাসের হার ৭৭ দশমিক ১৬%। একই সঙ্গে ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সেমিস্টারের দুই লাখ ৫০ হাজার ৩৮৫ জন শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলও প্রকাশিত হয়েছে।পরীক্ষার ফল বাউবি’র সকল আঞ্চলিক/উপ-আঞ্চলিক কেন্দ্রে পাওয়া যাবে। চূড়ান্তভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফলাফল এবং সিমেস্টারভিত্তিক ফলাফল http://mmcollegejessore.blogspot.com/ পাওয়া যাবে।
এছাড়াও SMS এর মাধ্যমে চূড়ান্ত ফলাফল পাওয়ার জন্য bou<space>student
ID (11digits without any space, for example 10023810001) লিখে বাংলালিংক এ ২৭০০ এবং অন্যান্য অপারেটরে ২৭৭৭ এ পাঠাতে হবে।
SHARE THIS